সম্পদের অর্ধেক দান করে দেবেন অ্যামাজন প্রধানের সাবেক স্ত্রী

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৯

অ্যামাজন প্রধান জেফ বেজোস-এর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস বিবাহ বিচ্ছেদ থেকে যে ৩৭ বিলিয়ন ডলার বা ৩,৫০০ কোটি ডলারের সম্পদ পেয়েছেন, সেটির অর্ধেক তিনি দান করে দেবেন। এক বিবৃতিতে ম্যাকেঞ্জি বেজোস এ ঘোষণা দেন।

জেফ বেজোসের সাথে বিবাহ বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের কাতারে চলে আসেন।নিজের সম্পদের অর্ধেক দান করে দেওয়ার বিষয়টি প্রথমে চালু করেন ওয়ারেন বাফেট এবং বিল গেটস।

বাফেট এবং গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের আহবান জানিয়েছিলেন যে তারা যেন নিজেদের সম্পদের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি দান করে দেয়।

জেফ বেজোসের সাথে বিবাহ বিচ্ছেদের আপস-রফা হিসেবে বেজোস কোম্পানির ৪ শতাংশ শেয়ার অর্জন করেন। চলতি বছরের শুরুতে জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি বেজোস দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।

বিশ্বের শীর্ষ ধনী এখন অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস।

তার সম্পদের পরিমাণ এখন ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার। তার থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিল গেটস, যার সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন ডলার।

সূত্র: বিবিসি

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন