ইসলামী আন্দোলনের দিকে নজর বাড়াতে হবে; বদিউর রহমান

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান আওয়ামীলীগের এক নির্বাচনী প্রচারণা সভায় ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ সম্পর্কে খেদ ঝেড়ে বলেছেন,
‘এই যে হাতপাখাওয়ালারা, এদের দিকে নজরদারি বাড়াতে হবে। কাদের এজেন্ডা বাস্তবায়নে তারা ভোটের মাঠে এসেছে সেদিকে দৃষ্টি রাখতে হবে’

ঢাকা-১৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আসলামুল হকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি ডিবিসি চ্যানেলের টক-শো সূত্র ধরে বলেন, ‘এই যে ডিবিসি, ঢাকা বাংলা চ্যানেল এবং ডিবিসির নবনীতা চৌধুরী তাদের যেভাবে জাতে উঠিয়ে দিচ্ছে সেটা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে’

বদিউর তার বক্তব্যে আরো বলেন, ‘পীর সাহেব চরমোনাই, তাকে মানুষ পীর হিসেবে সম্মান করে তার কোন ভক্ত থাকলে মনে আঘাত নেবেন না কিন্তু রাজনীতি করার জন্য এসে ইসলামী দল পাখা নিয়ে ২৯৯ আসনে প্রার্থী দিয়েছে এককভাবে এটা নাকি তাদের একটা বাহাদুরি হইছে, এদের ব্যপারে একটু সতর্ক থাকার দরকার আছে’

‘জামায়াতে ইসলাম চলে যাওয়ার পরে তার প্রতিভূ হিসেবে এসে সেই জায়গা আর একটা ইসলামী দল কোনরকমে ঝামেলা করার চেষ্টা করছে কী না খেয়াল রাখতে হবে’ বলেন তিনি।

বক্তব্যের পুরোটা সময় তিনি ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থা ও অবস্থান নিয়ে আরো অনেক তীর্যক মন্তব্য করেছেন।

একজন সাবেক সরকারী কর্মকর্তা একটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে এভাবে বিষদগার করতে পারেন কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তা বলেন,
রাজনৈতিক অবস্থান যার যার থাকতেই পারে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের ব্যাপারে শ্রদ্ধাবোধ থাকাটা রাজনৈতিক ভদ্রতা। তিনি যেভাবে কথা বলেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

প্রসঙ্গত: গত ২০ ডিসেম্বর রাতে ডিবিসি চ্যানেলে ইসলামী আন্দোলন বিষয়ক এক টক-শোতে উপস্থিত ছিলেন বদিউর রহমান।

মন্তব্য করুন