হিজাব পড়ায় মারধরের শিকার স্কুলের শিক্ষার্থী (ভিডিও)

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

যুক্তরাষ্ট্রে হিজাব পরে স্কুলে যাওয়া এক মুসলিম ছাত্রীকে অন্যায়ভাবে মারধর করেছে তার সহপাঠী। মারধরের সময় তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে।

আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গের চার্টিয়ের ভ্যালি হাইস্কুলে ওই ঘটনাটি ঘটেছে।

সিরিয়ার একটি শরণার্থী ক্যাম্পে দুই বছর অবস্থানের পর সেই ছাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রে এসেও শান্তিতে নেই সে। কারণ স্কুলেই সে হামলার শিকার হয়েছে সহপাঠীর।

ভিডিওটিতে দেখা যায়, স্কুলের বাথরুমে হিজাব পরিহিত এক ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছে আরেক মার্কিন ছাত্রী। এরপর দ্বিতীয় ছাত্রীটি হিজাব পরিহিত ছাত্রীটিকে মারতে শুরু করে। এ সময় অন্য একজন সে ঘটনা ভিডিও করে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি ক্ষোভ প্রকাশ করেছে এবং হামলার শিকার ছাত্রীকে আইনি সহায়তা দেয়ার ষোষণা দিয়েছে।

তবে মার্কিন পুলিশ জানিয়েছে, এটি বর্ণবাদী কিংবা ধর্মী বৈষম্যমূলক কোনো ঘটনা এমন কোনো প্রমাণ নেই। স্কুল কর্তৃপক্ষ এ ঘটনার বিষয়ে পদক্ষেপ নেবে।

এ ঘটনায় চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্টের একটি বিবৃতি দিয়ছে। সেখানে বলা হয়েছে, চার্টিয়েস ভ্যালি স্কুল ডিস্ট্রিক্ট কোনো ধরনের হিংসার ঘটনাকে বরদাশত করবে না। ডিস্ট্রিক্ট সব ছাত্রছাত্রীর জন্য নিরাপত্তা ও স্কুলে শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

ভিডিওটি দেখুন

https://youtu.be/ourW_pgdo94

মন্তব্য করুন