

আদর্শিক লড়াইয়ে বিজয়ী হতে ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে: পীর সাহেব চরমোনাই
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর মজলিশে শুরার জরুরী অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, দেশে বর্তমানে বহুমূখী আদর্শিক লড়াই চলছে।
আওয়ামীলীগ ভারত থেকে আদর্শ ধার করে তা প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। বিএনপি আমেরিকার থেকে ধার করা গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে। জামায়াত পাকিস্তান থেকে ধার করা আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে গিয়ে দেশের বৃহত জনগোষ্ঠীর রোষানলে পতিত হয়েছে। অথচ এর কোনটাই দেশে স্থায়ী শান্তি, টেকসই উন্নয়ন ও মানবতার মুক্তির জন্য যথাযথ ভুমিকা পালনে সক্ষম নয়। দেশে স্থায়ী শান্তি, টেকসই উন্নয়ন ও মানবতার মুক্তির একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সা. প্রদর্শিত মদিনার সেই আদর্শ। আমরা সেই মদিনার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছি।
২৭ মে সোমবার বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর মজলিশে শুরার জরুরী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পৃথিবীতে যতগুলো সফল বিপ্লবের মাধ্যমে আদর্শিক পরিবর্তন হয়েছে তা তরুণ ও ছাত্রসমাজের মাধ্যমেই হয়েছে। এমনকি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আমাদের দেশের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদের অংশগ্রহণ ছিল সবচে বেশি। সুতরাং দেশে বর্তমানে যে আদর্শিক লড়াই চলছে সেখানে বিজয়ী হতে ইশা ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় মজলিশে শুরার সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় মজলিশে শুরার অধিবেশনে সেশনের বিগত তিন মাসের জনশক্তির রিপোর্ট গ্রহণ ও নতুন কর্মনীতি প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম.হাছিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন সহ মজলিশে শুরার সদস্যবৃন্দ।
মজলিশে শুরার জরুরী অধিবেশনে সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ তাদের অধিকার আদায়ের সংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ওপর আস্থাশীল। অতএব দেশের ত্রিধারার শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে পেছনের সময়গুলোর মত আমাদেরকে রাজপথে থাকতে হবে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত আবাসিক হল এবং প্রয়োজনানুযায়ী শিক্ষা উপকরণ পেতে শিক্ষার্থীদের পাশে থাকবো আমরা।