

দক্ষিণ আমেরিকার দেশ উত্তর পেরুতে ৮ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ৭টা ৪১ মিলিটে ওই কম্পন হয় বলে জানা গেছে। লাগুনাস থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই কম্পনর উৎসস্থল।
মাটির ১০৯.৯ কিলোমিটার গভীরে কম্পন শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে কলকাতা নিউজ জানিয়েছে অন্তত ২ মিনিট স্থায়ী হয় সেই কম্পন।
এখনও পর্যন্ত প্রশান্ত মহাসাগরে কোনও সুনামির সতর্কবার্তা জারি হয়নি। কোনও ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি। তবে আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষ। কলম্বিয়া ও ইকোয়েডরেও কম্পন অনুভূত হয়। ১৫০ ,আইল দূর পর্যন্ত সেই কম্পন অনুভূত হয়।
এদিকে, এদিন সকালেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়৷ কম্পনের মাত্রা ছিল, ৪.৮৷
সকাল ১০টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয়৷ কম্পনের কেন্দ্রস্থল ছিল বাঁকুড়া৷ মাটি থেকে ১০ কিমি গভীরে কম্পনের উৎপত্তি৷
বাঁকুড়া ছাড়া পার্শ্ববর্তী বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মালদহতে কম্পন টের পান সাধারণ মানুষ৷ এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে ভূমিকম্পের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভয়ে অনেকে বাড়ির বাইরে নেমে আসেন৷
সূত্র: কলকাতা নিউজ, নিউজ18
আইএ/পাবলিক ভয়েস