সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র সহ-সভাপতি,সিলেট জেলা জমিয়তের আহবায়ক আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক আল্লামা শায়খ শফিকুল হক আমকুনী রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

নগরীর জামেয়া দারুল উলূম রায়নগর সিলেট মিলনায়তনে সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক ছাত্রনেতা শাব্বির আহমদ রাজীর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব জাফর ইকবালের সঞ্চালনায় সভা ও ইফতার মাহফিলে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাঃ ইলিয়াস আহমদ নিহান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওঃ আব্দুল মালিক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান,সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মুফতি আলতাবুর রহমান,গোয়াইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুর রহমান কাশেমী,যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজ মাওলানা আহমদ সগীর, সিলেট মহানগর যুব জমিয়তের আহবায়ক মাওলানা তোফায়েল আহমদ উসমানী,ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌঃ,ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সম্পাদক রেজাউল হক এল এল বি, ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক কায়সান মাহমুদ আকবরী,ছাত্র মজলিস বাংলাদেশ মদনমোহন কলেজ শাখার সভাপতি নাজমুল ইসলাম,ছাত্র জমিয়ত সিলেট জেলা শাখার যুগ্ন আহবায়ক মোঃ খালেদ আহমদ, মহানগর ছাত্রনেতা হাঃ মাও তামিম হোসাইন চৌঃ,আব্দুল জব্বার শামিম,খেলাফত মজলিম নেতা হোসাইন আহমদ,হাফিজ আব্দুশ শহীদ,প্রভাষক এমরান আহমদ, মিজানুর রহমান শিপু প্রমুখ।


সভা শেষে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মুফতি আলতাবুর রহমান।

মন্তব্য করুন