গুজরাটে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯ শিক্ষার্থী

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯

গুজরাটের সুরাতে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ১৯ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে নিহতরা ওই ভবনের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, ভবনটির তিন তলায় কোচিং সেন্টারে শুক্রবার বিকালে এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে তিন তলার জানলার কাচ ভেঙে ঝাঁপ দিতে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে।

ঘটনার পরই বিষয়টি নিয়ে তৎপর হয় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি গোটা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

আগুনে মৃত শিক্ষার্থীদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন