

ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দিল্লির মসনদের উত্তরসুরীর নাম। তবে যেই মসনদে বসুন ফের আসামের ধুবড়ি কেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী মাওলানা বদরুদ্দিন আজমল বিপুল ভোটে জয়ের পথে।
জানা যায়, মাওলানা আজমল এখন পর্যন্ত তিনি ৩ লক্ষ ৭ হাজার ৮৭৯ ভোট পেয়েছেন। এ আসনে জেপির জাভেদ ইসলাম ১লক্ষ ৩৪হাজার ১৭৪টি ভোট পেয়েছেন। কংগ্রেসের আবু তাহের ব্যাপারী ১ লক্ষ ৯৩ হাজার ৬১০টি ভোট পেয়েছেন। গণনা এখনও চলছে। তবে যে বিপুল ভোটের ব্যবধানে মাওলানা বদরুদ্দিন আজমল এগিয়ে তাতে জয়ের পথ উজ্জ্বল।
এদিকে আবারও দিল্লির এই মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্যমতে, দেশব্যাপী ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিনএ জোট এগিয়ে আছে প্রায় ৩৪১টি আসনে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে এখনও অনেকটা দেরি থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব অসমাপ্ত ফলাফল এই দলটির জয়ের কথাই জানাচ্ছে। এনডিটিভির তথ্যমতে, বিজেপি ও এনডিএ জোট এগিয়ে আছে ৩৪১ আসনে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১০৮ আসনে এবং অন্যান্য বিরোধী দলগুলো এগিয়ে আছে ৯৬ আসনে।
এদিকে পশ্চিম বাংলাকে মমতা নিজের করে রেখেছেন বন্দ্যোপাধ্যায় অনেক দিন যাবৎ। এখানে অন্য কোনো দল মাথা ঢুকাতে পারছে না। এবারও তাই হলো। বিজেপি বহু চেষ্টা করেও পশ্চিমে নিজেদের অবস্থান ক্লিয়ার করতে পারেনি। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই থেকে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষমতায়। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কাশ্মীরে নতুন কেউ আসছেন। থাকছেন না মেহবুবা মুফতি। ভীষণ ভরাডুবি হয়েছে মেহবুবা মুফতির। ভারতের লোকসভা নির্বাচনের ফলে ভরাডুবি হয়েছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির। তিনি জম্মু-কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকে হারিয়ে জয়ের মালা গলায় পরেন কংগ্রেসের প্রার্থী গোলাম আহমেদ মীর।
এর আগে, গত ১৯ মে বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয় যেখানে প্রায় সব জরিপে বেশ এগিয়ে বিজেপি। ওই জরিপে বলা হয়, বিশাল ব্যবধানে জয়ী হতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর প্রধানমন্ত্রীর দায়িত্বে আরও একবার বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তবে বুধবার কংগ্রেসের পক্ষ বুথফেরত জরিপ্রে ফলাফলকে ভুয়া ঘোষণা করা হয়। একই সঙ্গে সেই জরিপের ফলাফল প্রত্যাহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বুথফেরত জরিপের ফলাফল তিনি মানছেন না। এবার মোদি নয়, দিল্লির মসনদে বসবে জনগণের সরকার।