

বিশ্বের পরিচিত মুসলিম গণজমায়েত চরমোনাই বাৎসরিক মাহফিলের ব্যাবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা “এলএমটি”র ব্যাবস্থাপনায় ইফতার মাহফিল আয়োজন হয়েছে।
আজ (১৪ রমজান) বরিশালের চরমোনাইতে “এলএমটি”র প্রধান কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এলএমটি’র পরিচালক চরমোনাই ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মুফতী আবুল খায়েরের সভাপতিত্বে ও এলএমটি’র সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম, চরমোনাই কামিল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, চরমোনাই মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করীম রহ. এর বড় সাহেবজাদা ও রামপুরা জাতীয় মহিলা মাদরাসার প্রিন্সিপ্যাল সৈয়দ মোমতাজুল করীম মোশতাক ও ছোট সাহেবজাদা ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহী পরিচালক সৈয়দ নুরুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রেজাউল করীম বলেন, “এলএমটি” অর্থাত লাইট মাইক টেলিফোন বিভাগ ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে সবার কাছে প্রশংসনীয় ভূমিকা পালন করতে পেরেছে। চরমোনাই মাহফিল পরিচালনার বিশাল খেদমত তারা কেবল আল্লাহর রাজিখুশির জন্য আঞ্জাম দিয়ে থাকে। তাদের এ ধারা কেয়ামত পর্যন্ত অব্যহত থাকুক।
সভাপতির বক্তব্যে এলএমটির পরিচালক সৈয়দ আবুল খায়ের “এলএমটি”র জন্য সবার কাছে দোয়া চান এবং লাইট মাইক টেলিফোন বিভাগের সার্বিক কাজ আঞ্জাম দিতে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
ইফতার মাহফিলে এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ কওমি ও আলিয়া শাখার বরেণ্য উস্তাদবৃন্দসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।