বুথফেরত জরিপের আভাস অনুসারে ভারতে ফের ক্ষমতায় বসতে পারেন মোদি

প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৯

ভারতে আবারো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। এমনটাই বলা হয়েছে বুথফেরত জরিপে। রোববার লোকসভা নির্বাচনের শেষ ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিনই প্রকাশ করা হয়েছে বুথফেরত জরিপের ফলাফল।

জরিপের ফলাফল অনুসারে বিজেপি ক্ষমতায় আসলে ফের প্রধানমন্ত্রী হতে পারেন কট্টরভাবে হিন্দু ধর্মের অনুসারী নরেন্দ্র মোদি। তিনি ভোটে জিততে এর আগে হিন্দু মন্দিরে গুহায় বসে ধ্যানেও মগ্ন হয়েছিলেন।

মূলত কেন্দ্রে কেন্দ্রে ভোট দিয়ে ফেরা ভোটারদের ওপর জরিপ চালিয়ে করা হয় এই বুথফেরত জরিপ। এখন পর্যন্ত ৪টির সংস্থার বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তাদের আসন সংখ্যা ২৮৭ থেকে ৩০৬টি হতে পারে বলে জরিপে বলা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ১২৫ থেকে ১৩৫ আসন পেতে পারে বলে ভবিষ্যতবাণী করা হয়েছে।

ইন্ডিয়া টিভির জরিপে বলা হয়েছে, রাজধানী দিল্লির ৭টি আসনের মধ্যে সবগুলোতে জিততে যাচ্ছে বিজেপি। গত বছরও তারা এখানের সবগুলো আসনে জয় পেয়েছিল।

উল্লেখ্য, বুথফেরত জরিপের অনুমান যে সবসময় ঠিক হয়, তা নয়। ২০১৪ সালের জরিপের অনুমান ঠিক হলেও ২০০৯ সালের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে এই জরিপ।

মন্তব্য করুন