

“সৈয়দ আহাদ ফাউন্ডেশনের” আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত প্রতিযোগিরা
সংযুক্ত আরব আমিরাতে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে “সৈয়দ আহাদ ফাউন্ডেশনের” আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। এতে আরব-আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী পরিবার থেকে প্রায় তিন’শ শিশু-কিশোর প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
কয়েকজন প্রবাসী বাংলাদেশী পাবলিক ভয়েসকে জানিয়েছেন, সৈয়দ আহাদ ফাউন্ডেশনের এই প্রতিযোগিতা প্রবাসী বাংলাদেশীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইউএইর বিভিন্ন স্টেটের প্রবাসী পরিবারে তাদের সন্তানকে কোরআন শেখার প্রতি আগ্রহ করে তুলতে এই প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসীয়।
প্রতিযোগিতার দিন বাংলাদেশী প্রবাসীদের মিলনমেলা বসে সৈয়দ আহাদ ফাউন্ডেশনের এই অনুষ্ঠানে। ছোটছোট ছেলে-মেয়েরা অসাধারণ তেলাওয়াতে মাতিয়ে তোলে পুরো অনুষ্ঠান। এ অনুষ্ঠান উপভোগ করতে প্রতিযোগী ছাড়াও আরও বহু শ্রেণীপেশার প্রবাসী বাংলাদেশীরা জমা হয় সেখানে।
ফাউন্ডেশনের এক সদস্য জানান, প্রবাসী শিশু-কিশোরদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াতের চর্চা ও কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্যই মূলত এই আয়োজন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সেবায় নিয়োজিত সৈয়দ আহাদ ফাউন্ডেশন প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে থাকে বলে জানান এই সদস্য।
১৭ মে শুক্রবার শারজার “হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে” অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী, জাহাঙ্গীর রুপু ও মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহাবুব, বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, সমিতির অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী, জাকির হোসেন, হাজী শরাফত আলী, মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন, জাহিদ পারভেজ, মেহেদী ইউছুফ, মানিকুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ।
এ ছাড়াও ইউএইতে অবস্থানরত ব্যবসায়ী, শিক্ষাবিদ, ইউএই কমিউনিটির সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থেকে আগত ইসলামী আলোচক, নন্দিত ওয়ায়েজ ও লেখক মুফতী হাবিবুর রহমান মিছবাহ। বিচারকদের মাঝে উপস্থিত ছিলেন ক্বারী আজহারুল ইসলাম, বাংলাদেশ থেকে আগত ক্বারী নাজমুল হাসান, ক্বারী মহিববুর রহমান মঞ্জু, ক্বারী শহিদুল ইসলাম ও ক্বারী মোস্তাফিজুর রহমান।
আগামী ২৪ মে শুক্রবার বাদ আছর শারজার পাঁচ তারকা হোটেল “রেডিসন ব্লু”তে প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
ছবি গ্যালারি :