

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ট্যাংকারে হামলা এবং সৌদি তেল পাম্পে ড্রোন হামলার পর আরব লিগের জরুরি বৈঠক ডেকেছে সৌদি আররের রাজা সালমান বিন আব্দুল আজিজ। একইসঙ্গে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (পিজিসিসি)-এরও বৈঠক ডেকেছে দেশটি।
শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সৌদি রাজা সালমান আগামী ৩০ মে মক্কায় আরব নেতাদের নিয়ে শীর্ষ বৈঠকে বসবেন।
সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাংকারে হামলা এবং সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার ফলে তেল সরবরাহ লাইনে বিঘ্ন ঘটানো এবং তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষিতে রাজা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। শীর্ষ বৈঠকে এসব হামলার ফলে সৃষ্ট পরিণতি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ অঞ্চলে উত্তেজনা এড়াতে আগ্রহী রিয়াদ। তবে সৌদি তেল সম্পদে যেকোনও ধরনের হামলা সর্বশক্তি দিয়ে মোকাবিলায় তার দেশ প্রস্তুত রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাজা সালমানের জরুরি বৈঠক আহ্বানকে স্বাগত জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে , বর্তমানে জটিল পরিস্থিতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় আরব রাষ্ট্রগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
এদিকে মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে নতুন করে বেড়েছে তেলের দাম। শুক্রবার লন্ডনে প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৩ ডলারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন এবং ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনার ফলশ্রুতিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের ওপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞার কারণে ওপেকের তেলের উৎপাদন কমে গেছে।
এছাড়া, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে একাধিক উত্তেজনাকর ঘটনা ঘটায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এছাড়া, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ও বি-৫২ বোমারু বিমান পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক তেলের বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে।
আইএ/পাবলিক ভয়েস