ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় হামিদ মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওষুধ কিনে বাসায় ফেরার পথে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

আজ রোববার (১৯ মে) দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মারা যান তিনি।

জানা যায়, পরিবারের সঙ্গে ডেমরা ইসলামবাগ এলাকায় থাকতেন হামিদ মাস্টার। তিনি স্কুলের শিক্ষক ছিলেন।

নিহতের ছেলে শেখ আহমেদ ইমতিয়াজ বলেন, বাবা ওষুধ কিনে বাসায় ফেরার পথে তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন