

ভারতের সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। সারা দেশে শেষ দফায় সব মিলিয়ে ৫৯টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। আজকের মোট প্রার্থী ৯১৮ জন। এই ধাপের ভোটগ্রহণে ভারতের সবার নজর থাকছে পশ্চিমবঙ্গে।
এই রাজ্যের ৯টি আসনে ভোট হবে; কিন্তু গত কয়েক ধাপের ভোটগ্রহণের সময় সহিংসতা, কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ও রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র বাগযুদ্ধ, বিজেপির সভাপতি অমিত মাহের রোড শোতে হামলা ও কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘটনা ভারতের নির্বাচনের শেষপ্রান্তে নতুন মাত্রা যোগ করে।
পঞ্জাব এবং হিমাচল প্রদেশের সবক’টি লোকসভা আসনের পাশাপাশি আজ নির্বাচন ভোট বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়েও। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সমস্ত লোকসভা আসনে ভোট আগেই হয়ে গিয়েছে। আজ শেষ দফার নির্বাচন তাই শুধুই উত্তর, পশ্চিম, পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে।
নরেন্দ্র মোদীর পর এবার ভোটারদের উদ্দেশে টুইট করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ‘আজ শেষ দফার ভোট। আমাদের মা-বোনেরা এই নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করছেন। প্রার্থীরা হিসাবেই শুধু নয়, ভোটারদেরও মতামত শোনার উচিত। আমি প্রত্যেককেই অভিবাদন জানাই।’
শেষ দফায় সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার
সপ্তম দফার ভোটে সকাল ৯টা পর্যন্ত দেশে ভোটদান হয়েছে ৯.৪৪ শতাংশ। বিহারে ভোট পড়েছে ১০.৬৫ শতাংশ, হিমাচল প্রদেশে ২.৪৪ শতাংশ, মধ্যপ্রদেশে ১১ শতাংশ, উত্তরপ্রদেশে ৬.৯৭ শতাংশ, পশ্চিমবঙ্গে ১৩.৪১ শতাংশ, ঝাড়খণ্ডে ১৪.৩৮ শতাংশ, চণ্ডীগড়ে ১০.৪০ শতাংশ, পঞ্জাবে ৮.০৬ শতাংশ।
আজ ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। পাশাপাশি সবার নজর থাকবে বিহারের পটনাসাহিব কেন্দ্রেও। এই কেন্দ্রে মুখোমুখি লড়াই বিজেপির হেভিওয়েট প্রার্থী রবিশঙ্কর প্রসাদ এবং বিরোধী জোটের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিংহের। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যোগী আদিত্যনাথের খাসতালুকে এই নির্বাচনে লড়ছেন ভোজপুরী সিনেমার সুপারস্টার রবি কিসান।
পঞ্জাবে আজ ভাগ্যপরীক্ষা ফিল্মতারকা সানি দেওল-এর। গুরুদাসপুর কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ভাটিন্ডা কেন্দ্রে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং অকালি নেত্রী হরসিমরত কউর বাদল। হেভিওয়েট লড়াই চণ্ডীগড়েও। এখানে প্রতিদ্বন্দ্বিতা বিজেপির তারকা প্রার্থী কিরণ খের আর কংগ্রেসের প্রবীণ নেতা পবনকুমার বনসলের।
সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট নেওয়া হলেও পরিস্থিতির কথা মাথায় রেখে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে বিকেল ৪টার মধ্যেই।
আজ সন্ধে ছ’টা বাজলেই শেষ হয়ে যাচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। দিল্লির কুর্সিতে কে বসতে চলেছে, তার জন্য অবশ্য অপেক্ষাকরতে হবে আরও তিনদিন। ২৩ মে ভোটগণনা শেষ হলেই স্পষ্ট হবে কার দখলে যাচ্ছে দিল্লির তখত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আইএ/পাবলিক ভয়েস