

প্রায় এক হাজার ছাত্র উপস্থিত ছিলো ইফতার মাহফিলে
আজ ১৮ মে ২০১৯ ইং শনিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার আয়োজনে কলেজস্থ শহীদ বরকত মিলনায়তনে “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত সরকারী তিতুমির কলেজের ছাত্ররা
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে দেশে চলমান শিশু নির্যাতন ও ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ধর্ষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি ক্যাম্পেইন, সচেতনতা ও আইনের ভয় দেখিয়েও অপরাধ ঠেকানো যাচ্ছে না। শিশুর মানসিক বিকাশ ও ধর্ষণরোধে পবিত্র মাহে রমজানের নৈতিক শিক্ষা ও সংস্কৃতি সর্বস্তরে চালু করতে হবে।

বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। এ সময় তিনি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। তিনি কলেজ প্রশাসনের নিকট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যেমন ক্লাসরুম, পরিবহন, আবাসন ও ক্যান্টিন সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

উপস্থিত সরকারী তিতুমির কলেজের ছাত্ররা
ইশা ছাত্র আন্দোলন সতিক শাখার সভাপতি কে এম জাহিদ তিতুমীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডি এম শফিকুল ইসলাম বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা কাজী মামুনুর রশীদ। বিশেষ আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গন্ধরাজ রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ নুর-উন-নবী, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমিন, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহমুদ বাঙ্গালী, শুরা সদস্য মাহদী হাসান ও মুনতাছির আহমাদ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নেছার উদ্দিন, অর্থ সম্পাদক আহসানুল্লাহ মুইন, দফতর সম্পাদক ফোরকান হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।