বিশেষ সফরে একসঙ্গে কাতার গেলেন বাংলাদেশের ৩ আলোচিত বক্তা

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

সময়ের তিন আলোচিত বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মামুনুল হক ও মাওলানা মিজানুর রহমান আজহারী এক বিশেষ সফরে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় দেশ কাতারে গেছেন।

১৭ মে সন্ধ্যা ৭ টায় কাতার সফরের উদ্দেশ্যে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ বাংলাদেশ বিমানবন্দর ত্যাগ করেন। অপরদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে বাংলাদেশ হয়ে কাতারে গেছেন।

কয়েকটি বিশ্বস্তসূত্র বিষয়টি পাবলিক ভয়েসকে নিশ্চিত করেছে।

বিমানবন্দরে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী। ডান পাশে মাওলানা সালাহুদ্দীন মাসউদ

কাতার প্রবাসী কয়েকজনের সাথে আলোচনা করে জানা গেছে, মাওলানা মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ূবী কাতারের “মারকাজ আল ফালাহ” নামক ইসলামী সংগঠনের ব্যানারে আয়োজিত সাতদিন ব্যাপী কয়েকটি ঘরোয়া ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন।

তাছাড়া কাতারের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী হাজি শাহজাহানের আমন্ত্রনে ও আয়োজিত কয়েকটি মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে গিয়ে তাদের সাথে যোগ দিবেন।


আয়োজকদের পক্ষ থেকে “মারকাজ আল ফালাহ’র” সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট কাতার প্রবাসী ও “ইসলামী আন্দোলন বাংলাদেশ” কাতার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওয়ালি উল্লাহ বিশেষভাবে জানিয়েছেন, মাওলানা আজহারী “মারকাজ আল ফালাহ’র” কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না তিনি কেবল হাজী শাহজাহানের আমন্ত্রণে যাচ্ছেন এবং তার ব্যাক্তিগতভাবে আয়োজিত কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, হাজি সিরাজুল ইসলামের আয়োজনের সেসব প্রোগ্রামে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীও থাকতে পারেন।


“মারকাজ আল ফালাহ”র আয়োজনে মাওলানা মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ আইয়ূবী যেসব প্রোগ্রামে বয়ান করবেন।

১৯ শে মে রবিবার, বাদ আছর। স্থান : QD-SBG কোম্পানি মসজিদ আল-খরিতিয়াত। ২০ শে মে সোমবার, বাদ আছর, ইস্কান কোম্পানি ৩ জামে মসজিদ শাহানিয়া। ২১ শে মে মঙ্গলবার, বাদ আছর, ছানাইয়্যা ২৩ নাম্বার শেখ নাছের আল-আলী কোম্পানি জামে মসজিদ। ২৩ শে মে বৃহস্পতিবার, বাদ এশা, গানেম মসজিদে ওলামা সম্মেলন। উল্লেখ্য, ওলামা সম্মেলনে আলেম ছাড়া কেউ না আসার অনুরোধ জানানো হয়েছে। ২৪ শে মে শুক্রবার, জুমার বয়ান, স্থান : ইস্কান কোম্পানি ১ শাহানিয়া এবং সেলেঞ্জার কোম্পানি জামে মসজিদ উম্মুল ওয়াফায়ী।

[প্রতিবেদনটি করতে সহযোগীতা করেছেন, সালাহুদ্দীন মাসউদ]
সূত্র : মারকাজ আল-ফালাহ্ দোহা কাতার।

মন্তব্য করুন