তাবলীগের দু গ্রুপে হাতাহাতি; তালা দেওয়া হলো মসজিদে

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদে অবস্থান নিয়ে তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও বেডিংপত্র ফেলে দিয়ে মসজিদে তালা লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বেতডোবা বায়তুল করিম কোর্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লীরা জানান, দিল্লির নিজামউদ্দিনের একাংশের সমর্থিত মাওলানা সা’দ অনুসারীদের একটি দল মঙ্গলবার বিকেলে জোর করে ওই মসজিদে থাকার জন্য আসে। কিন্তু ওলামায়ে কেরামদের সমর্থন থাকা মাওলানা জুবায়ের ও তাবলীগের মূলধারার লোকজন তাদের বাধা দেন। পরে স্থানীয় এক নেতার সাহায্যে পুলিশ গিয়ে সাদপন্থীদের মসজিদে তুলে দেন।

এরপর বুধবার সকালে কয়েকজন লোক গিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা উত্তেজিত হয়ে উঠে এবং খারাপ আচরণ করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উভয় গ্রুপেরই মসজিদে থাকার অনুমতি আছে। শান্তির লক্ষ্যে দু’গ্রুপের অনুসারীদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। সাদ গ্রুপের অনুসারীদের দু’দিন ওই মসজিদে থাকার জন্য বলা হয়েছে।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, মসজিদে থাকা নিয়ে দু’গ্রুপের মধ্যে তর্কবিতর্ক ও হতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন