পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ নিহত, আহত ১১

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী বোমা হামলায় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন।

স্থানীয় সময় সোমবার (১৩ মে) রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হতে থাকেন। এসময় পুলিশ লোকজনের নিরাপত্তায় দায়িত্বে এলে তাদের লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

কোয়েটা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চিমা জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তায় যোগ দিতে গিয়ে বোমা হামলায় র‌্যাপিড রেসপন্স গ্রুপের চার সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া আহতদের অনেকের অবস্থাও গুরুতর।

তিনি সাংবাদিকদের বলেন, একটি মোটরবাইকের সঙ্গে বোমা বহন করা হয়েছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক  তালিবান পাকিস্তান (টিটিপি)।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন