১৩৩ শিশুসহ গত ২ মাসে ৯০৫ ফিলিস্তিনিকে বন্দি করেছে ইসরাইল

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯
ফিলিস্তিনিদের ধরতে ইসরাইলি বাহিনীর অভিযান। 

ইসরাইলি সেনাবাহিনী গত মার্চ ও এপ্রিল মাসে ১৩৩ জন শিশু এবং ২৩ জন নারীসহ প্রায় ৯০৫ ফিলিস্তিনিকে বন্দি করেছে বলে একটি রিপোর্টে বলা হয়েছে।

এই রিপোর্ট প্রকাশ করেছে ফিলিস্তিনের বন্দি ও সাবেক বন্দিদের কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনারস সোসাইটি, অ্যান্ড প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন।

রোববার (১২ মে ২০১৯) প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

এই রিপোর্ট অনুসারে, ইসরাইল ফিলিস্তিনিদেরকে বন্দি করা অব্যাহত রেখেছে। এখন দেশটির কারাগারগুলোতে ২৫০ শিশু এবং ৪৫ নারীসহ মোট পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি আছে।

সম্প্রতি ৫০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে ইসরায়েলের প্রশাসনিক আটক আইনে। এই আইন অনুসারে আদালতের বিচার বা অভিযোগ ছাড়া কোনও সন্দেহভাজনকে ছয় মাসের জন্য আটক করা যায়। এই মেয়াদ পরে বাড়ানো যায় বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টটিতে।

এই আইন ১৯২৩ থেকে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট চলাকালে প্রথমবারের মতো প্রতিষ্ঠা করে ব্রিটিশরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন