

পবিত্র রমজানেও রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে পানি সংকট। এলাকাবাসী বারবার ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে জানালেও এ সমস্যার সমাধান মিলছে না।
রাজধানীর যাত্রাবাড়ী গেলে দেখা যায় বিশুদ্ধ পানির জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে বাসিন্দারা। দিনের পর দিন এভাবে লাইনে দাড়িয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন তারা। অন্য সময়ের চেয়ে রোজায় পানির সংকটে পড়ার কারণে এলাকাবাসীর দুর্ভোগের বেড়েছে কয়েকগুণ। অজু গোসল সেহরি এফতারিসহ দৈন্দিন পানির চাহিদার মিটাতে পারছেন না তারা। এ জন্য তাদের রোজা রাখতে বাড়তি একটা কষ্ট হচ্ছে।
যাত্রাবাড়ী, মিরহাজীরবাগ, ধলপুর, শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পনিতে দুর্গন্ধও রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
যাত্রবাড়ী এলাকার একজন বাসিন্দা বলছিলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাহিদা বাড়ছে। তবে চাহিদা অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে না। খাওয়াসহ বাসার কাজের জন্য এখন পানি কিনতে হচ্ছে।
তিনি আক্ষেপ করে বলছিলেন, এভাবে চলতে থাকলে ঢাকা ছেড়ে যেতে হবে। গ্রামে কাজকর্ম না পেয়ে ঢাকায় এসেছেন তিনি। এখন গ্রামে গেলে আবার না খেয়ে মরবেন বলে মন্তব্য করেন তিনি।
আরেকজন বলেছেন, সারাদিন রোজা থেকে কাজকাম করতে হয়, এরপর সন্ধ্যায় ইফতারের আগে বাসায় গেলে দেখা যায় পানি নেই। তখন খুব কষ্ট হয়।
শনির আখড়া বাসিন্দা সাব্বির হোসেন নামে একজন জানান, পানির সমস্যা অনেক আগে থেকেই চলছে, এর কোনো সমাধান হচ্ছে না কিন্তু রমজানে পানির এমন সমস্যা হওয়ায় প্রচুর কষ্ট হচ্ছে। কোনো কিছুই ঠিকভাবে করা যাচ্ছে না।
এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, অন্য সমায়ের চেয়ে রমজানে পানির সমস্যাটা অনেক বেশিই হচ্ছে। অন্য সময়ের মতো হলেও মেনে নেওয়া যেতো কিন্তু এখন পানি মোটেও নেই বললেই চলে। একারণে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, কেন এ ধরনের সমস্যা হচ্ছে তার জবাবও পাওয়া যাচ্ছে না। এর জন্য তারা নানা কর্মসুচি পালনও করেছেন সময়ে সময়ে কিন্তু তার কোনও সমাধান হয়নি। এর আগেও বিক্ষোভও করা হয়েছে। যখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তখন পানির সমস্যা কিছুটা সমধান হলেও কয়েকদিন পর আবার আগের অবস্থা শুরু হয়। ঠিকমতো পানি পাওয়া যায় না।
আইএ/পাবলিক ভয়েস