

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির উচিত এখনই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা অথবা এরপর আরো খারাপ চুক্তি করতে হবে।
এর আগে চীনকে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দেওয়ার একদিন পর নিজের টুইটার বার্তায় এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর পার্সটুডের।
ট্রাম্প আরো বলেছিলেন, এর মধ্যে বেইজিং চুক্তি না করলে আমেরিকায় রপ্তানি করা সব ধরনের পণ্যের ওপর শাস্তিমূলক শূল্ক বসানো হবে।
ট্রাম্প বলেন, সম্প্রতি ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য আলোচনায় চীন মারাত্মক বেকায়দায় পড়ায় দেশটি এখন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চায়।
তারা ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী প্রত্যাশা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, দ্বিতীয় দফার নির্বাচনে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হলে চীনকে আরো খারাপ চুক্তি সম্পন্ন করতে হবে।
চীন এবং আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করছেন ট্রাম্প প্রশাসন।
ওয়াশিংটন চাইছে, চীন মার্কিন কম্পানিগুলোর মেধাসম্পদ ব্যাবহারের পাশাপাশি চীনের কাছে আমেরিকার কম্পানিগুলোকে প্রযুক্তি হস্তান্তরে যেভাবে বাধ্য করছে তার নীতিতে গঠনমকূলক পরিবর্তন আনা।
তবে চীনের দাবি, বেইজিংয়ের নীতিতে এ ধরনের পরিবর্তন আনা হলে তাতে আমেরিকাই উপকৃত হবে এবং বিশ্ব বাণিজ্যে দেশটি আরো একচ্ছত্র আধিপত্য বিস্তারে সুযোগ পাবে।
আইএ/পাবলিক ভয়েস