

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাহোরভিত্তিক ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে নেওয়া হয় এ সিদ্ধান্ত।
রোববার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিষিদ্ধ জইশ-ই-মোহাম্মদ (জেইএম), জামাত-উদ-দাওয়ার (জেইউডি) ও ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশনের (এফআইএফ) সঙ্গে সম্পৃক্ত ছিলো কালো তালিকাভুক্ত নতুন সংগঠনগুলো। ৭টি সংগঠন জেইএম এর সঙ্গে, দুটি এফআইএফ এর সঙ্গে ও একটি জেইউডি এর সঙ্গে সরাসরি জড়িত ছিলো।
সন্ত্রাস নির্মূলে ‘জাতীয় কর্মপরিকল্পনা- ২০১৫’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত এলো। এর আওতায়, ৩০ হাজার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ারও ঘোষণা দেয় ইমরান সরকার।
গত ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক চাপে রয়েছে ইমরান প্রশাসন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়ায় তার সংগঠন জইশ-ই-মোহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয় পাকিস্তান সরকার। হাফিজ সাঈদের দু’টি সংগঠনকে তারও আগে নিষিদ্ধ করা হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস