

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে হামলার নিন্দা জানান ইমরান খান। সেইসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এক বিবৃতিতে ইমরান খান তার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বিবৃতিতে ইমরান খান আরও বলেছেন, পাকিস্তান এবং এর নিরাপত্তা বাহিনী জঙ্গিদের পরাস্ত করবে। এছাড়া জঙ্গিদের এজেন্ডা সফল হতে দিবে না পাকিস্তান সরকার।
এছাড়া ইমরান খান হামলার ঘটনায় নিহত এক নিরাপত্তা রক্ষী ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।
শনিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৫ টা নাগাদ বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিনজন বন্দুকধারী হামলা করে। এর পরপরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুঁড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষপর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হয়।
ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সেইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটি এক টুইটার বার্তায় চীন ও পাকিস্তানের ওপর আরো হামলা চালানো হবে বলে জানিয়েছে।
বিদ্রোহী গোষ্ঠী বিএলএ বলছে, তারা চীনা এবং অন্য বিদেশী বিনিয়োগকারীদের টার্গেট করেছে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করেছে।
গোয়াদারে চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। বিদ্রোহী বিএলএ গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না।
আইএ/পাবলিক ভয়েস