

রাজধানীর ধোলাইপাড়স্থ আল-বাক্কা অডিটোরিয়ামে জাতীয় ওয়ায়েজীন পরিষদের আয়োজনে ৫ রমজান গত শনিবার অনুষ্ঠিত হলো মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল।
মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও মুফতী এস এম দ্বীন ইসলাম এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতী মুজিবুর রহমান চাটগামী।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মুফতী আজহারুল ইসলাম আজমী এবং দোয়া পরিচালনা করেন আল্লামা ডঃ শহিদুল্লাহ উজানভী।
ইফতার পূর্ব আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফুলবাড়িয়া রেলওয়ে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দীন রব্বানী, প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতী আমজাদ হোসাইন আশরাফী, আলবাক্কা করপোরেশনের ব্যবস্থপনা পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন- মাহে রমজানের মূল শিক্ষা হলো খোদাভীরুতা অর্জন করা তথা মুত্তাকী হওয়া। যথাযথ দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহ প্রদত্ত সে লক্ষ্যকে বাস্তব জীবনে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার সুমহান দায়িত্ব পালন করাই খতীব ও ওয়ায়েজীনদের মৌলিক কাজ।
সুষ্ঠু, সুন্দরভাবে সুন্নতে নববীর ধারা অবলম্বনে সাহাবায়ে কেরামের অনুসৃত পথে সুমহান সে দায়িত্ব পালনের বিরুদ্ধে ইসলামী বিদ্বেষী অশুভ চক্রের নানা চক্রান্ত আর ষড়যন্ত্র অবিরাম চলছে। আমরা আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে অশুভ চক্রের সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করতে পারলেই সীয়াম সাধনার সার্থকতা খুজে পাবো। বক্তাগণ দেশ-সমাজ ও রাষ্ট্রের দিকভ্রান্ত জনগোষ্ঠীর ঈমান-আমলের হেফাজতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, মাওলানা মাহবুবুর রহমান জিহাদী, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মুফতী আলাউদ্দিন যশোরী,
মুফতী নুরুল আমীন আল-ফরিদী, মুফতী মুয়াবিয়া আল হাবিবী, মুফতী শরিফুদ্দিন ফয়েজী, মুফতী আইয়ুব আনসারী, মুফতী ইউসুফ আহমদ, মুফতি রেদওয়ানুল খবির জুনায়েদ, মাওলানা সাইয়েদ হোসাইন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা নায়ীম আহমদ প্রমুখ ওয়ায়েজীনে কেরাম। দেশ জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
জিআরএস/পাবলিক ভয়েস