জাপানে মার্কিন শক্তি বাড়ানোর চেষ্টা, তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

জাপানে নিজের সামরিক শক্তি বাড়ানোর যে চেষ্টা আমেরিকা করে যাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভ। একইসঙ্গে জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপকে মস্কো সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল শুক্রবার মস্কোতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানোর সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, বিদ্যমান সব চুক্তি লঙ্ঘন করে জাপানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনসহ এ অঞ্চলে আমেরিকা যেভাবে সামরিক শক্তি জোরদার করছে সে বিষয়ে মস্কো আবারো টোকিও’র দৃষ্টি আকর্ষণ করছে। আমেরিকার এসব পদক্ষেপ রাশিয়ার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেন, মস্কো এর আগেও বলেছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে আমেরিকা রাশিয়ার বিভিন্ন অবস্থানে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

এছাড়া এ ব্যবস্থার শক্তিশালী রাডার রাশিয়ার অভ্যন্তরে গোয়েন্দাবৃত্তির কাজে ব্যবহৃত হতে পারে বলেও আশঙ্কা করছে মস্কো। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আনুষ্ঠানিভাবে শান্তি চুক্তিসহ দ্বিপক্ষীয় চুক্তি করার বিষয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে মতবিরোধ যখন তীব্র আকার ধারন করছে তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন