কাশ্মীরে গণভোটের দাবি পাকিস্তানের

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

কাশ্মীরে গণভোটের দাবি জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। আজ (শনিবার) পাকিস্তান সংসদের কাশ্মীর বিষয়ক কমিটিতে তিনি বলেন, কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতে ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

কোরেশি আরও বলেন, ভারতীয় দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে কাশ্মীরীদের যে স্বাধীনতা আন্দোলন চলছে তার প্রতি ইসলামাবাদের সমর্থন অব্যাহত থাকবে এবং বিশ্বের সব ফোরামেই কাশ্মীর ইস্যুকে জোরালোভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে নয়া দিল্লি। জাতিসংঘ মানবাধিকার কমিটি ইসলামাবাদের এ সংক্রান্ত বক্তব্যকে সমর্থন করছে বলে কোরেশি জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় কর্মকর্তারা শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যা সমাধানে রাজি নয়। তিনি আরও বলেন, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার ভারত ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতের এই ঘৃণ্য চেহারা তুলে ধরতে হবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র: পার্সটুডে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন