ভাইরাল হওয়া ছবির এই বালকটি আসলে কে?

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মে ১১, ২০১৯

ইমরান-পুত্র, না ডিম বালক!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় একটি বালকের গ্রেফতারকৃত একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে বলা হচ্ছে গ্রেফতারকৃত বালকটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পুত্র। সাথে সাথে তার নামে নানারকমের কুৎসাও রটনা করা হচ্ছে।

সত্যিই কি প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলের গ্রেফতারের ছবি? জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির বাস্তবতা।

প্রধানমন্ত্রীর ইমরান খান এর দুই ছেলে যুক্তরাজ্যে তাদের মা জামাইমা খান এর সাথে থাকেন। মাঝে মাঝে ইমরান খানও তাদের সাথে দেখা করতে যান।

এদিকে শাহরিয়ার নাসির নামে পাকিস্তানের এক টুইটার ব্যাবহারকারী তার টুইটারে এ বিষয়ে পোস্ট করেছেন। তিনি পুলিশের গ্রেফতার করা ছবির বিবরণ দিতে গিয়ে বলেন, এ ছবির লোকটি ইমরান খানের ছেলে নয়। বরং সে অস্ট্রেলিয়া সিনেটর এর মাথায় ডিম ফাটানো সেই ‘ডিম বালক’। সূত্র: দৈনিক পাকিস্তান উর্দূ

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন