
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মাহে রমজান তাকওয়া বা আল্লাহভীতি শিক্ষা দেয়। মাহে রমজান হলো মুমিনের জন্য আল্লাহ তায়ালার বিশেষ রহমতের দান।
আজ শুক্রবার (৪ রমজান) জুমআর খুতবায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। বরিশালের চরমোনাই মাদরাসায় রমজানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তরবিয়াতে হাজারো মুসুল্লিদের উপস্থিতিতে জুমার খুতবায় তিনি “পবিত্র রমজানের গুরুত্ব শীর্ষক” আলোচনা করেন।
আলোচনায় তিনি বলেন, একজন মুমিনের হৃদয়ে যখন আল্লাহর ভয় অর্জন হয়, তখন তার দ্বারা ঘুষ, দুর্নীতি হয় না এবং রাষ্ট্রের সম্পদও কুক্ষিগত করে না। এমন মানুষ কাউকে উপকার ছাড়া ক্ষতি করে না। সিয়াম সাধনার মাধ্যমে মানব জাতিকে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে মানব কল্যাণে ব্রত হওয়ার শিক্ষা দেয়। মহান আল্লাহ তায়ালার রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আহবান জানায় এ মহান রমজান মাস।
তিনি বলেন, যে ব্যক্তি এ মহান মাস পাওয়ার পরও নিজেকে তাকওয়ার গুনে গুনান্বিত করতে পারলো না, রমজান তার জীবনে কোন প্রভাব ফেলবে না।
প্রসঙ্গত : চরমোনাই মাদরাসার বিশেষ তা’লিম তরবিয়াতে মুসুল্লিদের সংখ্যা বেড়েই চলছে ধিরে ধিরে। ৪র্থ দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই, নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই ছাড়াও চরমোনাই দরবারের খলিফাগণ বয়ান করেন। এছাড়াও প্রতি একদিন পরপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ পীর সাহেব চরমোনাই ও শায়খে চরমোনাই।

