

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিথ্যা গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আমেরিকার মুসলিম আইন প্রণেতা ইলহান ওমর।
আজ (বুধবার) ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরব ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের নীতির ঘোর সমালোচনাকারী আইন প্রণেতা ইলহান ওমর তার নিজস্ব টুইটার বার্তায় বলেন, ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে ধরনের অজুহাত সৃষ্টি করেছিলো চরম ইরান বিদ্বেষী নীতি প্রয়োগের ক্ষেত্রে তারা একই পন্থা অবলম্বন করছে।
তিনি বলেন, ইরাক যুদ্ধের আগে যারা ভুয়া গোয়েন্দা তথ্য দিয়েছিলো আজ একই ব্যক্তিরা ইরানের সঙ্গে যুদ্ধের দামাম বাজানোর চেষ্টা করছে। তবে তাদের দাবিগুলো খতিয়ে দেখার ব্যাপারে আমাদের সকলের একটা দায়বদ্ধতা রয়েছে।
তেহরানের বিরুদ্ধে আরো কঠোর নীতি প্রয়োগের জন্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের মধ্যে থাকা ইরান বিদ্ধেষী একটি গোষ্ঠী মিথ্যা গোয়েন্দা তথ্যের আশ্রয় নিচ্ছে বলে কিছু মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশের পর টুইটার বার্তায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আইন প্রণেতা ইলহাম।
একটি বিমানবাহী রণতরী নিয়ে গঠিত স্ট্রাইক গ্রুপ বা হামলা-সক্ষম সেনাগোষ্ঠী পারস্য উপসাগরে মোতায়েন করার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে সেটি ইরান-বিদ্বেষী কট্টর নীতির সরাসরি প্রয়োগ বলে মনে করা হচ্ছে । সূত্র: পার্সটুডে।
আইএ/পাবলিক ভয়েস