পবিত্র রমজানে নবীজিকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের ঘোষণা ধর্মবিরোধী ব্লগ সাইট ইস্টিশনের

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ৮, ২০১৯

ধর্মবিদ্ধেষী বিশেষ করে ইসলামধর্ম নিয়ে বিদ্ধেষ প্রকাশ করা বিতর্কিত ব্লগ সাইট “ইস্টিশন” ইসলামের নবী ও পি.কে হিট্টির “দ্যা হান্ড্রেড” বইয়ে সর্বকালের শ্রেষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া মুহাম্মদ স.কে নিয়ে বিতর্কিত সিরিজ ভিডিও প্রকাশ করার ঘোষণা দিয়েছে। এমনকি প্রকাশের তারিখ নির্বাচন করা হয়েছে পবিত্র রমজান মাসের শুক্রবারে।


বিতর্কিত ব্লগসাইট ইস্টিশন তাদের ফেসবুক পেজে এ ব্যাপারে একটা ঘোষণা প্রকাশ করে, যেখানে তারা লিখেছে, “আগামী ১৭ তারিখ রোজ শুক্রবার, রাত ১০.৩০ মিনিট থেকে নিষিক্ত লাইভ” নামে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ স. এর ৬৩ বছর জীবনের ওপর নির্মিত ‘৬৩ বছর: একজন নবীর জীবন’ প্রকাশ করা হবে”। তাদের এ ঘোষণার পর অনেকে ধর্মীয় উসকানী তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন।

বিতর্কিত এই ব্লগ সাইটটি বাংলা ভাষাভাষিদের মধ্যে ধর্মীয় উসকানী ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির কাজ করে থাকে। তাদের কাজকর্মে মানুষের মাঝে সাম্প্রদায়িক চিন্তা-ভাবনা তৈরি হওয়াসহ ধর্ম পালন করা ব্যাক্তিদের প্রতি ঘৃণার উদ্রেক হয়। এ ঘৃণা পরবর্তিতে মারামারি, দাঙ্গা এমনকি খুন পর্যন্ত গড়ায়। ২০১৩ সালে বাংলাদেশে নাস্তিকবিরোধী আন্দোলন তৈরি হওয়া এবং দেশে অস্থিরতা সৃষ্টি হওয়ার পেছনেও রয়েছে এদের বড় অবদান।

এই ইস্টিশন ব্লগে নাস্তিকতা প্রচারের নামে ইসলাম নিয়ে বিষদ্গারমূলক লেখালেখি এবং মানুষের ধর্মীয় চেতনা নিয়ে বাড়াবাড়িমূলক বিদ্ধেষ প্রকাশ করার কারণে তখন হেফাজতে ইসলাম সারাদেশে নাস্তিকবিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছিল। যে আন্দোলনকে পরবর্তিতে অনেকে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে দেশকে একটি অস্থিরতার দিকে নিয়েছিল। তখন সরকারও কঠোর অবস্থানে গিয়ে শাপলা চত্বরের বিষয়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। যেখানে হাজারো মাদরাসাছাত্রসহ নিরীহ মুসুল্লিদের ওপর হামলে পড়েছিল যৌথবাহিনী। এসবের পেছনে এই ব্লগ সাইটগুলোর উসকানিই মূল ভূমিকা পালন করে এসেছে বলে বিশ্লেষণ অনেকের।

তখন ইস্টিশন, ধর্মকারী এবং আরও বেশকিছু ব্লগ সাইট থেকে ইসলামের অনুশাসনসহ আল্লাহ ও মুহাম্মদ স.কে নিয়ে উসকানীমূলক লেখালেখি ও বাড়াবাড়িমূলক বিভিন্ন কার্যক্রমের কারণেই মূলত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

এরপর দীর্ঘদিন ধরে নাস্তিকদের এ ধরণের আস্ফালন কিছুটা বন্ধ থাকলেও হঠাৎ করে পবিত্র রমজান মাসে “হযরত মুহাম্মদ স.কে নিয়ে ভিডিও সিরিজ” প্রকাশের ঘোষণা দেওয়াকে কোনোভাবেই ভালো দৃষ্টিতে দেখছেন না বিশ্লেষকরা। তারা মনে করেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টার নীলনকশা হিসেবেই এমন বিতর্কিত ভিডিও সিরিজ প্রকাশের ঘোষণা দিতে পারে ব্লগটি।

যেহেতু মুহাম্মাদ স. ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অনেক গুরুত্ব রাখেন এবং মুসলমানদের কাছে স্পর্শকাতর স্থান দখল করে আছেন, তাই ধর্মীয় উসকানী দিতে সমালোচনার জন্য মুহাম্মাদ স.কে নির্বাচিত করে তারা। দেশের ধর্মীয় স্থিতিশীলতা বজায় রাখতে ও মানুষের মধ্যে সম্প্রিতি ও সৌহার্দপূর্ণ অবস্থানের জন্য এ ধরণের উসকানীমূলক কার্যক্রম বন্ধ করতে সবার উদ্যোগী হওয়া উচিত। বিশেষ করে সাইবার ক্রাইমসহ ভার্চূয়াল এসব অন্যায় বন্ধে যারা কাজ করে থাকেন তাদের আরও সতর্ক হলে এসব উসকানীমূলক কার্যক্রম বন্ধ করা সম্ভব।

মন্তব্য করুন