

দক্ষিণ সুদানে ঝড়ো বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে চারটি গ্রাম পুড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।পশ্চিমাঞ্চলীয় বার এল গজল অঞ্চলে এ ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র আতেনি ওয়েক আতেনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রোববারের ওই আগুনে দগ্ধ আরও ৬০ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন তিনি।
স্টেটহাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র আতেনি বলেন, “বার এল গজল অঞ্চলের প্রত্যন্ত একটি রাজ্যে (লোল) ঘটনাটি ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
মঙ্গলবার লোল রাজ্যের তথ্যমন্ত্রী মাথোক ওয়াল জানিয়েছেন, আগুনে পূর্ব কোরোক কাউন্টির ওই চারটি গ্রামের ১৩৮টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ১০ হাজার গবাদিপশু মারা গেছে।
আইএ/পাবলিক ভয়েস