মসিক নির্বাচন : কাউন্সিলর পদের ফলাফল ঘোষণা

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ৫, ২০১৯

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচত হওয়ায়, শুধুমাত্র ৩৩টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ১১ ওয়ার্ডে ভোটাভুটি হয়। এই নির্বাচনে ৬০ ভাগ ভোট পড়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

এর আগে, আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ও সম্পূর্ণ ইভিএমে ভোট হওয়ার কারণে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন- ১ নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২ নং ওয়ার্ডে মোঃ গোলাম রফিক দুদু, ৩ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম শরিফ, ৪ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫ নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম মিন্টু, ৭ নং ওয়ার্ডে আসিফ হোসেন ডন, ৮ নং ওয়ার্ডে ফারুক হোসেন, ৯ নং ওয়ার্ডে শীতল সরকার, ১০ নং ওয়ার্ডে তাজুল আলম, ১১ নং ওয়ার্ডে ফরহাদ আলম, ১২ নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ডে ফজলুল হক উজ্জ্বল, ১৫ নং ওয়ার্ডে মাহবুবুল আলম হেলাল, ১৬ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭ নং ওয়ার্ডে কামাল খান, ১৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯ নং ওয়ার্ডে আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম সিরাজ, ২১ নং ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ২৩ নং ওয়ার্ডে সাব্বির ইউনুস বাবু, ২৪ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম সোহেল, ২৫ নং ওয়ার্ডে মনোয়ার হোসেন বিপ্লব, ২৬ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম শফিক, ২৭ নং ওয়ার্ডে লিটন, ২৮ নং ওয়ার্ডে কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডে আবুল বাশার, ৩১ নং ওয়ার্ডে জামাল, ৩২ নং ওয়ার্ডে এমদাদুল হক মন্ডল এবং ৩৩ নং ওয়ার্ডে মোহম্মদ শাজাহান মনির।

এদিকে নারী কাউন্সিলরদের জন্য সংরক্ষিত ১১টি ওয়ার্ডের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

ইসির তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটির ৩৩ সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৬ হাজার ৪৫৫ এবং নারী এক লাখ ৫০ হাজার ৪৭৯ জন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন