

ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গণফোরাম। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি ড. কামাল হোসেন এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সদ্য ঘোষিত গণফোরামের নতুন কমিটিতে দলটির সভাপতি হিসেবে স্বপদে বহাল আছেন ড. কামাল হোসেন। কমিটিতে নির্বাহী সভাপতি হয়েছেন অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে গত বছরের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এরপর তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে হেরে যান।
এদিকে দলের দায়িত্ব পেয়ে রেজা কিবরিয়া বলেন, আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে খুবই খুশি ও কৃতজ্ঞ। দায়িত্ব নিয়েই আমি সবার জন্য কাজ করব। তাদের নিয়ে কাজ করব যাদের নিয়ে কেউ করবে না।
প্রসঙ্গত, রেজা কিবরিয়ার বাবা আ.লীগ সরকারের অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে হবিগঞ্জে বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় বিএনপির একাধিক নেতা আসামি।
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে সেই বিএনপির প্রতীক নিয়ে রেজা কিবরিয়া যখন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে তিনি তখন বলেছিলেন, বাবার হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।
জিআরএস/পাবলিক ভয়েস