

প্রবল বেগে বাংলাদেশের দিকে ধেঁয়ে আসা ঘূর্ণিঝড় “ফণী” আক্রান্তদের বাঁচাতে ও সার্বিক সহযোগীতা দিতে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে জেলা/উপজেলাভিত্তিক স্থানীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘এই সব কন্ট্রোল রুম সব সময় ন্যাশনাল হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।
নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগের নম্বরগুলো হলো- ০১৭৬৯৯৫৪১৩৭, ০১৭৫৯১১৪৪৮৮, ৯৮৫৫৯৩৩।