

ভারতের প্রবীণ কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং সোমবার অভিযোগ করেছেন, দেশটির তেলেঙ্গানা রাজ্যের পুলিশ আইএসআইএস’র নামে ভুয়া ওয়েবসাইট চালু করে মুসলিম তরুণদের উগ্রবাদী করছে।তাদেরকে ইসলামিক ষ্টেটে যোগ দিতে বাধ্য করছে।
তিনি এক টুইট বার্তায় এ অভিযোগ করার পর নতুন করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। উত্তেজনা সৃষ্টিকারী তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে মুসলিম তরুণদের উস্কে দেওয়াটা কতটা নৈতিক সে প্রশ্নও তুলেছেন কংগ্রেসর সাধারণ সম্পাদক।
অবশ্য তার টুইটবার্তা প্রকাশিত হওয়ার পর তেলেঙ্গানা রাজ্যের সরকার ও পুলিশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি এবং পৌরসভা প্রশাসন বিষয়কমন্ত্রী কে টি রামা রাও বা কেটিআর পাল্টা টুইট বার্তায় এসব মন্তব্য শর্তহীনভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ সংক্রান্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।
এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেলেঙ্গানার পুলিশ।
আইএ/পাবলিক ভয়েস