কয়েকটি শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের কয়েকটি শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর কালমুনাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একদল দুর্বৃত্তের বন্দুক যুদ্ধও হয়। খবর সিএনএনের।

এদিকে একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ড্রোন ও আইএসের পোশাকসহ পতাকা উদ্ধার হয় বলে জানানো হয়েছে সূত্রের খবরে। এ অবস্থায় পূর্বাঞ্চলের কালমুনাই, চাভালাকাদে ও সামানথুরাই-এ অর্নিদিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার।

নতুন করে ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ থেকে বিকাল ৪টা পর্যন্ত কারফিউ চলবে বলেও বিবৃতিতে জানানো হয়।

জানা গেছে, অভিযান চলাকালে সামানথুরাই এলাকার একটি কারখানা থেকে বিপুল পরিমাণ বিস্ফারক দ্রব্য ও বোমা তৈরির সরমঞ্জামাদি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন