নাটোর যাচ্ছেন আল্লামা শাহ আহমদ শফী

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯

জামিয়া আহমাদিয়া হোসাইনিয়া দারুল উলূম নাটোর-এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নাটোর ঈমান আকিদা সংরক্ষণ কমিটি আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলনে যোগ দিতে আজ নাটোর যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে নাটোর নবাব সিরাজ উদ দোলা সরকারি কলেজ মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে মাওলানা আহমদ মোস্তফা নাটোরী জানান, আমীরে হেফাজত বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আজ দুপুরের আগে তিনি হেলিকপ্টারযোগে নাটোর পৌঁছবেন এবং বাদ জুহর নতুন জামেয়ার ভিত্তি স্থাপন করবেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে নসীহত পেশ করবেন ইনশাআল্লাহ।

আল্লামা আহমদ শফীর পরিকল্পিত ও প্রস্তাবিত জামিয়া আহমাদিয়া হোসাইনিয়া দারুল উলূম নাটোর-এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং নাটোর ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ও সমমনা সংগঠনের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলনে যোগ দিতে আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আহবান জানানো হয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন