ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসি সিলগালা, আটক ৩

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ফার্মেসি সিলগালাসহ জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। আজ সোমবার দুপুরে জেলা শহরের বি.বাড়িয়া স্কুল মার্কেটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ্ ভরসা ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়াও হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০ হাজার টাকা ও আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর আটক তিনজনের মধ্যে সাইফুল ইসলামকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আল্লাহ ভরসা ফার্মেসির দুইজনকে জরিমানার টাকা না দেয়ায় আটক করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন