লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রসুলুল্লাহ আমিও বলি, গর্ব করে বলি: মমতা

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লোকসভা নির্বাচনে দেশ বাঁচাতে গেলে মোদিকে তাড়াতে হবে। তিনি রোববার নদিয়ার গয়েশপুরে দলীয় সমাবেশে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রীর সমালোচনা করে ওই মন্তব্য করেন।

পার্সটুডের এক প্রতিবেদনে জানানো হয়, মমতা বলেন, ‘মোদিকে না হটানো গেলে দেশের শান্তি নেই। মোদিকে না হটানো গেলে আগামীদিনে কোনও ছাত্র-যৌবন কেউ বাঁচবে না। কারও ভবিষ্যৎ রক্ষা হবে না। হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান কেউ বাঁচবে না। সেজন্য মোদি হটাও, দেশ বাঁচাও। দু’হাজার উনিশ বিজেপি ফিনিশ।’

মমতা হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিতে বলেন, ‘আমি ইফতারে যাই, এইতো রমজান মাস শুরু হবে। কাল ওদের শবেবরাত ছিল। রমজান মাসে আমি ইফতারে যাই, সংখ্যালঘু ভাইবোনেরা তাঁরাও আমার ভাইবোন। তারা যখন আল্লাহ্‌র কাছে দোয়া চায়, আমিও দোয়া চেয়ে বলি আল্লাহ্‌তায়ালা দোয়া করো। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রসুলুল্লাহ। আমিও বলি এবং গর্ব করে বলি।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপিকে ঢুকতে দেবেন না। কখনো খাল কেটে কুমির আনতে দেবেন না। তারা অত্যন্ত বিপজ্জনক! এরকম রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি। এভাবে দেশকে একেবারে সর্বনাশ করে দেয়া।’

মমতা বলেন, ‘আমরা বলতাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর মোদি বাবুদের কাজ সকালে উঠিয়া মোরা মিথ্যে কথা বলি, সারাদিন আমরা দাঙ্গা করিয়া চলি। এই হচ্ছে বিজেপির কাজ। এছাড়া আর কোনও কাজ নেই। সেজন্য এই দলকে একটি ভোটও দেবেন না।’

বাংলায় ৪২ আসনের সবকটিতেই জয়ী করলে তারা ভারত দখল করবেন, ভারতকে পাল্টাবেন, মোদি সরকারকে পাল্টাবেন, বিজেপিকে হটাবেন, নতুন সরকার গঠন করবেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন