অন্তত ৩৫ সিরীয় সৈন্যকে হত্যা করেছে আইএস

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

সিরিয়া সম্পর্কিত একটি নজরদারি সংস্থা বলছে যে কথিত ইসলামিক স্টেটের জিহাদিরা গত দু দিনে অন্তত ৩৫ জন সৈন্যকে হত্যা করেছে। খবর ভয়েস অফ আমেরিকার।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস জানিয়েছে যে নিহতদের মধ্যে সিরিয়ান সেনাবাহিনীর চার জন পদস্থ কর্মকর্তাও ছিলেন।

আই এস বলছে যে গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত সৈন্যদের হাতে সিরিয়ায় খেলাফতের পতনের পর এটিই ছিল তাদের সব চেয়ে বড় ধরণের আক্রমণ।

খেলাফাতকে পরাজিত বলে ঘোষণা করা সত্বেও আই এস এখনো সিরিয়া এবং ইরাকের মরু অঞ্চল এবং দূর্গম পাহাড়ে তাদের গোপন আস্তানায় বহাল আছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন