নির্মমভাবে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাতবরণ করেছেন। ‘হোয়ারা’ চেক পোস্টের কাছে তাকে হত্যা করা হয়।

ইসরাইলি সেনারা গুলি চালানোর পর ওই এলাকা ঘিরে রাখে, এর ফলে সাহায্যের জন্য ওই ফিলিস্তিনির কাছে কেউ যেতে পারে নি। কোনো ত্রাণকর্মীকেই সেখানে যেতে দেওয়া হয় নি।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত চিকিৎসা দেওয়া হলে তাকে বাঁচানো যেতো বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন।

ওই ফিলিস্তিনি দেশি অস্ত্র দিয়ে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাতে চেয়েছিল বলে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ দাবি করেছে।

এদিকে, পশ্চিম তীরের ‘বেইত সাফাফা’ এলাকায় একটি স্টেডিয়ামে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি বন্দিদের প্রতি সহমর্মিতা জানাতে সেখানে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলে হামলা চালায় দখলদারেরা।

১২টি ফুটবল টিমের ওই প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল। ‘বেইত সাফাফা’ এলাকাটি পশ্চিমতীরে ইসরাইলি দেওয়ালের কাছেই অবস্থিত। পার্সটুডে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন