নির্বাচনে ক্ষতিগ্রস্ত আর্থিক সহায়তা প্রদান করতে কুমিল্লা যাচ্ছেন ফখরুল

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদান করতে আজ (শনিবার) কুমিল্লা যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লা সদর দক্ষিণ এবং নাঙ্গলকোট উপজেলার ৮৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আব্দুল আউয়াল খান এ তথ্য জানিয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ৮টার দিকে বিএনপির মহাসচিব তার উত্তরার বাসা থেকে কুমিল্লার উদ্দেশে রওনা করেন।

জাতীয় নির্বাচনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে সেখানে কথা বলবেন। যাত্রাপথে বুড়িচং এলাকায় মোকাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাসানের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন