ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

শেখ নাসির উদ্দিন, (খুলনা প্রতিনিধি) শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সম্মেলন পাওয়ার হাউজ মোড়স্থ জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মাও. তাওহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ নাজিম ফকিরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমানে যুব সমাজকে মাদক ইয়াবা অস্ত্র হাতে তুলে দিয়ে যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব থেকে ফিরিয়ে একজন আদর্শ যুবক তৈরি করার জন্য পীর সাহেব চরমোনাই ইসলামী যুব আন্দোলন গঠন করেন এজন্য তিনি সকল যুবকদেরকে ইসলামী যুব আন্দোলন এর পতাকা তলে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন নগর সহ সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, যুব আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোঃ হাসিব গোলদার, ছাত্র নেতা এস কে নাজমুল হাসান, মুহা. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, এইচ এম খালিদ সাইফুল্লাহ। আরো বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সহ সভাপতি মাওঃ শেখ মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মাওলানা মোস্তাফিজুর রহমান, হাফেজ বেলাল হুসাইন, মোহাম্মদ বিল্লাল সিকদার, হাফেজ হুমায়ুন কবির, মাওলানা ফজলুল করিম, ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ রশিদ আহমাদ, মাওলানা নাজিম উদ্দিন, মাওঃ নাজসুস সাকিব, মোঃ রমজান মল্লিক লিটন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ জারিফ খন্দকার, মুফতি কামরুল ইসলাম, মোঃ তাজ উদ্দিনসহ জেলা আওতাধীন সকল উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলন শেষে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার শাখার ২০১৯-২০২০ সেশনের জন্য সভাপতি হিসেবে মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, সহ সভাপতি হিসেবে মাওঃ শেখ মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ হুমায়ুন কবীরের নাম ঘোষণা করেন।

মন্তব্য করুন