

মালির মধ্যাঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতার এবং গত মাসের ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপের বিষয় নিয়ে কঠোর সমালোচনার পর তারা বৃহস্পতিবার পুরো সরকারসহ পদত্যাগ করেছেন মালির প্রধানমন্ত্রী । গত মাসে ওই হত্যাযজ্ঞে ১৬০ জন প্রাণ হারায়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিতার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সৌমেলৌ বৌবায়া মাইগা ও তার সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই সপ্তাহ পর তাদের পদত্যাগ গ্রহণ করা হলো।
ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা বুধবার এ সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল। এ প্রস্তাবে দেশের সহিংসতাপূর্ণ পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হওয়ায় মাইগা ও তার প্রশাসনকে দায়ী করা হয়।
কিতার দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষের রাজনৈতিক সকল শক্তির সাথে আলোচনার পর খুব শিগগিরই একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে নতুন সরকার গঠন করা হবে।
আইএ/পাবলিক ভয়েস