ইয়েমেনি পক্ষগুলোকে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের আহ্বান

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বন্দর নগরী হুদাইদা থেকে বিবদমান পক্ষগুলোকে অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। হুদাইদা শহরে সংঘাত অবসানের লক্ষে ২০১৮ সালে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল তার প্রতি সম্মান জানানোরও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর পার্সটুডের।

গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, সুইডেনে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং দেশটির সৌদি মদদপুষ্ট সাবেক সরকারের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি।

বিবদমান পক্ষগুলো অবিলম্বে যু্দ্ধবিরতি চুক্তি মেনে চলে তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও পরিষদ বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছে।

এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং দেশটির সাবেক সরকারের অনুগত সন্ত্রাসীরা বন্দরনগরী হুদাইদা থেকে চলে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলে ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ গত সোমবার যে ঘোষণা দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে স্বাগত জানিয়েছে।

এছাড়া, পরিষদ দুই পক্ষকে হুদাইদা শহরে জাতিসংঘের তত্বাবধানে নতুন করে নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে মার্টিন গ্রিফিথ এবং শহরটি থেকে দুই পক্ষের যোদ্ধাদের সরিয়ে নেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করার দায়িত্বে নিয়োজিত মিশনের প্রধানের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন