আরও বড় পরিসরে তোহফা কালেকশন; বর্ষপূর্তিতে ওয়েবসাইট উন্মোচন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

আধুনিক ও ইসলামি পোশাকের বিশ্বস্থ ঠিকানা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করা একঝাঁক রুচিসম্মত তরুণদের মাধ্যমে পরিচালিত “তুহফা কালেকশন” এখন আরও বৃহত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনার দিকে এগিয়েছে।

উদ্বোধনের এক বছরের মাথায়ই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করাসহ বেশকিছু নতুন সেবা চালু করেছে। যার মধ্যে রয়েছে ওয়েবসাইটে পছন্দমত পোশাক অর্ডার দেওয়ার সুবিধা এবং ২৪ ঘন্টা তুহফা শপে যোগাযোগের ব্যবস্থা। মূলত দেশ ও বিদেশের ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করেই তোহফা কালেকশন তাদের ওয়েবসাইট উন্মোচন করেছে। এখন থেকে তাদের সাইটটি ভিজিট করে পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করা যাবে। www.tuhfacollection.com থেকে এই সেবা নেওয়া যাবে।

রাজধানী ঢাকার পল্টন এলাকার পল্টন প্লাজার নিচতলায় রুচিসম্মত ইসলামি ও আধুনিক পোশাকের সমাহার নিয়ে গত বছর (১৪ এপ্রিল ২০১৮) যাত্রা শুরু করে তুহফা কালেকশন। ওই সময় তারা তাদের শোরুমও উদ্বোধন করেন। এক বছর নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে তারা ক্রেতাদের মন জয় করতে সক্ষম হয় এবং খুব অল্প সময়েই তাদের চাহিদা বৃদ্ধি পায়। ইসলামি ও আধুনিক পোশাকের বিশ্বস্থ ঠিকানায় পরিণত হয়েছে তুহফা কালেকশন।
Image may contain: 13 people, people smiling, people standing and beard


পরিচালনার এক বছরের মাথায় গত ১৪ এপ্রিল (রবিবার) ৩ টায় আলেম ওলামা ও কলরব শিল্পীদের উপস্থিতিতে এর নতুন ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
তুহফা শপে পুরুষদের জন্য ইসলামি পোশাকের মধ্যে জুব্বা, পাগড়ি, টুপিসহ দেশী বিদেশী মানসম্মত রুমাল ও বিভিন্ন পন্যের রয়েছে বিশাল মজুদ। বিশেষ করে মান ও ডিজাইনের ক্ষেত্রে তাদের ভিন্নতা রয়েছে যে কোন প্রতিষ্ঠানের চেয়ে। এছাড়াও বিভিন্ন দেশী বিদেশী পারফিউমসহ মানসম্মত জুতা ও বিভিন্ন পন্যে যেন পরিপূর্ণ তুহফা কালেকশন শপটি। নারীদের জন্য থ্রি-পিস, ফোর-পিসসহ যে কোন শালীন পোশাকের রয়েছে বিপুল কালেকশন। অনেকটাই পছন্দ, ডিজাইন ভিন্নতা ও মানের ক্ষেত্রে তাদের আপোষহীনতা খুব অল্প সময়ই বিশ্বস্থতা ও গ্রহণযোগ্যতার স্থানে পৌঁছে দিয়েছে তাদের। একঝাঁক রুচিশীল তরুণদের এ উদ্যোগী আয়োজন অনেকটা সফলতার মুখ দেখেছে খুব অল্প সময়ে।


কলরবের সিনিয়র শিল্পী তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান জানান, আমরা সফলতার সাথে এক বছর পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ক্রেতাদের সেবার মান নিশ্চিত করতে এবং দেশ ও বিদেশের ক্রেতাদের কাছে তুহফা কালেকশনকে আরও বিশ্বস্ত করতে আমাদের এই ওয়েবসাইট চালু করা। ওয়েব সাইটের মাধ্যমে ক্রেতা তাদের পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করার সুবিধা পাবেন।
Image may contain: 7 people, people standing and indoor


তিনি জানান, রমজান উপলক্ষে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তোহফা কালেকশন আরও নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছে। ক্রেতাদের দোয়া ও সহযোগিতা পেলে তোহফা কালেকশন আরও এগিয়ে যাবে বলে জানান তিনি।


গত ১৪ ফেব্রুয়ারি ওয়েবসাইট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাওলানা ইমতিয়াজ আলম, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌস, কলরবের সিনিয়র শিল্পী হলিটিউনের সিইও মুহাম্মাদ বাদরুজ্জামান, তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান এবং সহযোগী জনপ্রিয় কণ্ঠশিল্পী  আবু রায়হান, কলরব শিল্পী হলি টিউন স্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজ আলম, আবির হাসান প্রমুখ।

মন্তব্য করুন