সিরিয়াকে আরব লীগে ফেরত নিতে চায় অধিকাংশ আরব দেশ

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘রাশিয়া-আরব সহযোগিতা সংস্থা’র পঞ্চম বৈঠকে অংশগ্রহণকারী আরব দেশগুলোর বেশিরভাগ মন্ত্রী সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার পক্ষে অভিমত দিয়েছেন। তিনি বুধবার মস্কোয় এ খবর জানিয়ে বলেন, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিলে দেশটির পরিস্থিতি স্বাভাবিক করার কাজ সহজ হতো। খবর পার্সটুডের।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব শহরের পরিস্থিতি বর্ণনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা চিরদিন সেখানে থাকতে পারবে না বরং তাদেরকে সেখান থেকে চলে যেতে অথবা আত্মসমর্পন করতে হবে।

১৪ টি আরব দেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের উপরস্থিতিতে মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় ‘রাশিয়া-আরব সহযোগিতা সংস্থা’র পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়ার উদ্যোগে ২০০৯ সালে এই সংস্থা গঠিত হয়েছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে পরিবর্তন করে দেয়ার অশুভ লক্ষ্য নিয়ে ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ ও সহিংসতা চাপিয়ে দেয়া হয়। আমেরিকা, সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো এ কাজে প্রধান ভূমিকা পালন করে।

একই বছর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। কিন্তু ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করার পর এখন আরব দেশগুলো আবার দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বোঝা যায়, সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়া এখন শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন