মুসলিমরা এক হলে বিজেপি দেশ ছেড়ে পালাবে: কংগ্রেস নেতা সিধু

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানিয়েছেন নভজ্যোৎ সিং সিধু। বিহারের বলরামপুরে একটি জনসভায় গিয়ে তিনি এ আহ্বান জানান।

সিধু বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি দেশ ছেড়ে পালাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না।

সিধু বলেন, সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে।

তিনি আরও বলেন, বিহারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন