তাবলিগের মুরুব্বি মাওলানা যুবায়ের সুস্থ হয়ে দেশে ফিরেছেন

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

সুস্থ হয়ে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের দাওয়াত ও তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ যুবায়ের।

মাওলানা মুহাম্মাদ যুবায়ের গত ১৫ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশে পৌঁছান বলে তার ছেলে মাওলানা হানজালা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা বর্তমানে মাওলানা মুহাম্মাদ যুবায়ের নিজ বাসভবনে অবস্থান করছেন। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন। বনশ্রীর ডা. এখলাসউদ্দিনের পরামর্শে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, গত ৬ এপ্রিল চিকিৎসা ও দাওয়াতের উদ্দেশ্যে একটি জামাতসহ জাপানে যান মাওলানা যুবাইর। অসুস্থ হয়ে গেলে তাকে জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে ভর্তি করা হয়। পরে হার্টের দুটি এনজিওপ্লাস্টি সম্পন্ন হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মাওলানা মোহাম্মদ যুবায়ের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা যুবায়ের।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন