নতর-ডাম গির্জা সম্পর্কে কয়েকটি তথ্য

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

*প্রতিবছর নতরডাম ক্যাথেড্রাল দেখতে এক কোটি ৩০ লাখ দর্শনার্থী ( ১৩ মিলিয়ন) আসেন।

*এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটিজে সাইট যা ১২ এবং ১৩ শতক জুড়ে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এর বড় ধরনের সংস্কারকাজ চলছিল

* সংস্কার কাজের জন্য ঢোকার মুখের বেশ কয়েকটি প্রতিমা সরানো হয়েছিলো।

*ভবনের ছাদের বেশিরভাগই ছিল কাঠ দিয়ে তৈরি, যা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে

* এটি সাড়ে ৮৫০ বছর আগে তৈরি করা।

*প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুই শতক।

*দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধকল থেকে এটি বেঁচে গিয়েছিল।

একটি জাতির অটলতার প্রতিমূর্তির এভাবে পুড়তে এবং মিনার চোখের সামনে গুড়িয়ে যেতে দেখা যেকোনো ফরাসি নাগরিকের জন্য বিরাট এক ধাক্কা।

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায় প্রত্যক্ষদর্শী সামান্থা সিলভা রয়টার্সকে বলেন, আমার অনেক বন্ধু-বান্ধব দেশের বাইরে থাকে এবং যখনই তারা আসে প্রতিবার আমি তাদের বলি নতরডাম বেরিয়ে এসো।অনেকবার আমি সেখানে গেছি, কিন্তু কখনোই একরকম মনে হয়নি। এটা প্যারিসের সত্যিকারের প্রতীক।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন